মহামারি-যুগে চলচ্চিত্র ব্যবসা মন্দ যাচ্ছে না। কভিড সংক্রমণের ঝুঁকির মধ্যে প্রেক্ষাগৃহের দর্শকসংখ্যাও কমে গেছে অনেকটাই। যা আসছেন বেশির ভাগই তরুণ প্রজন্ম। এর মধ্যেই গেল বছর ‘সূর্যবংশী’ ও ‘পুষা—দ্য রাইজ’ নতুন আশা দেখিয়েছিল।
কভিডের মধ্যেও মুক্তি পেয়ে ব্লকবাস্টার ব্যবসা করে ছবি দুটি। সেই পথে হাঁটল এবার সঞ্জয়লীলা বানশালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ও। মুক্তির সপ্তম দিনে এসে বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি ব্যবসা পূর্ণ করেছে আলিয়া ভাট অভিনীত ছবি।
এরই মধ্যে ৮২ কোটি ৬ লাখ রুপি এসেছে ভারতের প্রেক্ষাগৃহ থেকে, বাকি ২০ কোটি ৬৫ লাখ আন্তর্জাতিক বাজার থেকে। সব মিলিয়ে এখন পর্যন্ত ছবিটির আয় ১০২ কোটি ৭১ লাখ। দর্শক পছন্দের সঙ্গে সমালোচকদেরও ব্যাপক প্রশংসা পেয়েছে ছবিটি।
বিশেষ করে গাঙ্গুবাঈ চরিত্রে আলিয়া ভাটের পারফরম্যান্সকে তাঁর ‘ক্যারিয়ারসেরা’ বলে রায় দিয়েছেন অনেকেই। আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, গাঙ্গুবাঈ চরিত্রে অভিনয়ের জন্য চার মাস প্রস্তুতি নিয়েছেন তিনি।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.