বিনোদন

আমি কি এত ভালোবাসা পাওয়ার যোগ্য?: মোশাররফ করিম

গুণী এই অভিনেতা জনপ্রিয়তার শীর্ষে আছেন অনেকদিন ধরেই। জনপ্রিয়তার ছাপ রাখছেন পাশের দেশ ভারতের কলকাতাতেও। সেখানে কিছুদিন আগে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত ও ব্রাত্যবসু পরিচালিত ‘ডিকশনারী’ নামের একটি ছবি।

“সিনেমা নিয়ে আমি খুব বেশি ভালো বা খারাপ বলতে চাই না। বলতে পারবোও না। সিনেমা ব্যাপারটা কিন্তু আমার একার ওপর নির্ভর করে না। অন্যন্যা সহশিল্পী আছেন। গল্প, চিত্রনাট্য, এডিটিং, মিউজিক, কালারসহ অনেক কিছুর ওপরই তা নির্ভর করে। তবে এতটুকু বলতে পারি এবারের গল্পটি আলাদা। ডিরেক্টর তরুণ বয়সী, খুব মন দিয়ে কাজ করেছেন,” ‘মুখোশ’ সিনেমা মুক্তির আগে এভাবেই বলছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

আগামীকাল (৪ মার্চ) মুক্তি পাচ্ছে মোশাররফ করিমের নতুন এই সিনেমা। এতে ইব্রাহিম খালিদি চরিত্রে অভিনয় করেছেন তিনি। 

নতুন সিনেমা মুক্তি, কলকাতা, দেশে সামনে যেসব কাজ রয়েছে এবং নিজের ছোটবেলা নিয়ে উত্তরার রানাভোলার এক কাপ চা নামের রেস্টুরেন্টে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে কথা বলেন এই অভিনেতা।

মুখোশ নিয়ে শুরুতেই তিনি বলেন, “এই মুভির গল্প একটি উপন্যাস থেকে নেওয়া। আমি শুটিং করেছি অল্প কয়েকদিন। শুটিং ও ডাবিংয়ের অভিজ্ঞতা থেকে বলব এটা একটি ভালো মানের সিনেমা।”

“গল্পটা যখন পরিচালক ইফতেখার শুভ আমাকে বলে তখনই মনে হয়েছে কাজটা করব। গল্পটা অন্য সবার চেয়ে আলাদা। এক কথায় দারুণ গল্প,” বলছিলেন তিনি।

শুধু সিনেমার গল্প নয়, কথায় কথায় নিজের ছোটবেলার গল্পও বললেন এই অভিনেতা। জানালেন, ছোট বেলায় ভীষণ ডানপিটে ছিলেন তিনি।

সেই স্মৃতি মনে করে বলেন, “খুব ছোটবেলাটা ঢাকায় কেটেছে। তারপর ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত পড়েছি নিজের গ্রামের স্কুলে। পড়াশোনা বিষয়ে বলব, আমাকে বই পুস্তকের চেয়ে নদী, বর্ষা, জোসনা অমাবস্যা টানতো। ঠিক দস্যিপনা বলব না আমি এটাকে; প্রকৃতিপনা বলব। আমি এটার মধ্যেই বড় হয়েছি। এসব এখন খুব মিস করি।”

“আমার বাড়ির পাশ দিয়ে চলে গেছে আড়িয়াল খা। সেই নদীতে আমার শৈশবের দিনগুলো দারুণ কেটেছে। স্কুলে ক্লাসের বাইরে বেশি সময় কাটতো। তবে ক্লাসটাও করতে হতো। আমার কাছে মনে হয় যারা সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তারাই আলাদা। আমরা যারা ডানপিটে ছিলাম তারা তো আসলে শৈশবের তাড়নায় অমন ছিলাম,” যোগ করেন তিনি।

Mission 90
মুখোশ ছবির পোস্টার

ক্লাস টেনের পর থেকে ঢাকায় পড়াশোনা করেছেন বলে জানান মোশাররফ করিম। পাশাপাশি থিয়েটার করতেন। তারপর অভিনেতার কাতারে নাম লেখান।

গুণী এই অভিনেতা জনপ্রিয়তার শীর্ষে আছেন অনেকদিন ধরেই। জনপ্রিয়তার ছাপ রাখছেন পাশের দেশ ভারতের কলকাতাতেও। সেখানে কিছুদিন আগে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত ও ব্রাত্যবসু পরিচালিত ‘ডিকশনারী’ নামের একটি ছবি। আবার করতে যাচ্ছেন ‘গু কাকু’ নামে নতুন আরেকটি ছবি।

নতুন ছবি নিয়ে এই অভিনেতা বলেন, “ছবির নামটা অদ্ভুত। গু কাকু ইংরেজিতে দ্য পটি আঙ্কেল। নামটা শুনে আমি প্রথমে না করেছিলাম কিন্তু গল্পটি শুনে মুগ্ধ হয়ে গেছি। মনে হয়েছে এটার চেয়ে যথার্থ নাম আর হতে পারে না। গল্পতে আমরা দেখব, একটা মানুষের নিজের কোনো নাম নেই। নাম হয়ে গেছে গু কাকু। খুব তাড়াতাড়ি এটার শুটিং শুরু হবে।”

এছাড়া দেশের নতুন আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মোশাররফ করিম। তরুণ এক নির্মাতার এই ছবিতে কদিন আগে সাইন করেছেন। আসছে ঈদুল ফিতরের পরপরই সেটির শুটিং শুরু হবে বলে জানান।

বলেন, “আমি অভিনেতা। তাই যতদিন বাঁচি অভিনয় করতে চাই। আমি কাজটা করে আনন্দ পাই। আর এই আনন্দটা আমি সারাজীবন পেতে চাই। ভালো না লাগলে সেটা তো আমি করি না, করতে পারি না।”

কথা শেষ করার আগে নিজের জনপ্রিয়তা প্রসঙ্গে বলেন, “মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে। মাঝে মধ্যে অনেক ভক্ত দেখা করতে আসেন। একবার দুবার দুর্ঘটনাও ঘটেছে। আমাকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল তারা। আমি মানুষের এত ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা, তা ঠিক জানিনা।” 

Author


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts sent to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker