অবশেষে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘মুখোশ’। ইফতেখার শুভর পরিচালনায় এতে পরীমণির সঙ্গে পর্দা শেয়ার করেছেন মোশাররফ করিম ও রোশান। সিনেমাটি শুক্রবার (৪ মার্চ) দেশব্যাপী ৩৮টি হলে মুক্তি দেওয়া হবে।
এদিকে সিনেমাটি মুক্তির আগের দিন (৩ মার্চ) বাংলাদেশ-আফগানিস্তানের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছিলেন নির্মাতা ইফতেখার শুভ, রোশান ও পরীমণি। তাদের সঙ্গে ছিলেন নায়িকার স্বামী শরীফুল রাজসহ সিনেমাটির কলাকুশলীরা। উদ্দেশ্য ‘মুখোশ’র প্রচারণা।
জীবনে প্রথমবারের মতো স্টেডিয়ামে গিয়ে পরী বলেন, ‘জীবনে প্রথমবার মাঠে আসলাম। কাল রাতে যখন শুনলাম আমি মাঠে আসবো, মানুষের ঈদে যেমন খুশি লাগে আমার তেমন খুশি লাগছিল। মাঠে আসার জন্য ভেতর ভেতর অনেক এক্সসাইটেড ফিল হচ্ছিল।’
তিনি আরও বলেন, ‘ব্যাসিক্যালি আমি ফুটবল লাভার। ক্রিকেট নিয়ে এত ধ্যান-ধারণা নেই। আমাদের বাসার লোকজন খুবই ক্রিকেট পাগল। তবে হয় না, বাসার লোকজন কেউ একটু আলাদা থাকে। তাই বলে যে, আমি ক্রিকেট পছন্দ করি না তা নয়। শুধু আয়োজন করে খেলাটা দেখা হয় না।’
পছন্দের ক্রিকেটারের কথা জানিয়ে নায়িকার ভাষ্য, ‘সাকিব আল হাসানের খেলা আমার ভালো লাগে।’
পরীর কথার রেশ টেনে সাকিবের বায়োপিকে অভিনয়ের ইচ্ছে আছে কি না জানতে চাওয়া হলে তিনি জানান, ‘ইচ্ছে থাকলেই তো হবে না, খেলার মতো ব্যাটে-বলে মিলতে হবে। তবে কেউ যদি আমাকে নক করে তাহলে অবশ্যই করব।’
এদিকে গেল বুধবার (২ মার্চ) রাজধানীর বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে ‘মুখোশ’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। সিনেমাটি সেখানে উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।
ইফতেখার শুভর নিজের লেখা ‘পেইজ নাম্বার 44’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘মুখোশ’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, পরীমণি, রোশান, ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, প্রাণ রায়, ফারুক আহম্মেদ, রাশেদ মামুন অপু, তারেক স্বপন, এলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ। এর আগে ২১ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনাভাইরাসের প্রকোপ ঊর্ধ্বমুখী হওয়ায় আটকে যায় ‘মুখোশ’। রাত পোহালেই সিনেমাটি মুক্তির মিছিলে নাম লেখাচ্ছে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.