ইতিমধ্যে ছোট পর্দায় নিয়মিত কাজ করে সাড়া ফেলেছেন তরুণ উদীয়মান নির্মাতা খান রোমান। অসংখ্য প্যাকেজ নাটক এবং ধারাবাহিক নাটকের পর এবার সিনেমা তৈরির পরিকল্পনা করছেন তিনি। ইতিমধ্যে তার স্বপ্নের সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যের কাজ শেষ করেছেন।
নাটক ও সিনেমার নিয়মিত মুখ সুজন রাজার সাথে আজকে এই বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। সুজন রাজা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।
গুণি নির্মাতা খান রোমান বলেন, “সুজন রাজাকে ঘীরেই আমাদের গল্পটি নির্মিত হবে। সম্পূর্ণ থ্রিলার ঘরানার একটি কাহিনী চিত্র নিয়ে খুব শীঘ্রই হাজির হবো।
সিনেমা শিল্প এখন ধ্বংসের মুখে। এই অবস্থায় ওটিটি প্ল্যাটফর্ম বিস্তর সুযোগ নিয়ে আসছে। সেই সুযোগের যথোপযুক্ত ব্যবহার করতে চাই। আশা করছি গল্পটি ব্যাপক সমাদৃত হবে।”
গুণি অভিনেতা সুজন রাজা বলেন “তরুণ, উদীয়মান নির্মাতা খান রোমান ভাইর মুখে গল্পটি শুনে একমুহূর্ত-ও দেরি করিনি। আমি ব্যাপকভাবে উচ্ছ্বসিত এ রকম সুন্দর একটি গল্পে কাজ করার সুযোগ পেয়ে। ওটিটি প্ল্যাটফর্মে আমার প্রথম কাজ হতে যাচ্ছে এটি। রোমান ভাইয়ের প্রতি কৃতজ্ঞ আমাকে এত বড় একটি সুযোগ দেয়ার জন্য।”
খুব শীঘ্রই সিনেমাটির নির্মাণ কাজ দেশ ও বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকেশনে শুরু হবে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.