করোনার ধাক্কা সামলে উঠে আবার সিনেমা মুক্তির কথা চিন্তা করছেন প্রযোজক ও পরিবেশকরা। এরই ধারাবাহিকতায় মার্চে মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কিছু আলোচিত সিনেমা।
যদিও প্রেক্ষাগৃহে দর্শকের খরা। তবুও প্রযোজকদের আশাবাদ নতুন নতুন সিনেমাগুলো দিয়েই হলে ফিরতে শুরু করবে দর্শক।
কথা ছিল গত জানুয়ারিতেই মুক্তিপাবে পরীমনি ও রোশান জুটির আলোচিত সিনেমা মুখোশ। কিন্তু অতিমারীর ঝাপটায় মুক্তির তারিখের একদিন আগেই মুক্তি পিছিয়ে দেয় ছবির প্রযোজনা প্রতিষ্ঠান। তবে আবারো নতুন করেই ঘোষণা এলো আগামী ৪ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।
এদিকে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আগামী ১১ মার্চ মুক্তি পাবে রুবাইয়াত হোসেন পরিচালনায় শিমু।
বাংলাদেশে নারীর ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের যে ভূমিকা আছে তার আলোকে দৃঢ়চেতা নারী পোশাক শ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প বলা হয়েছে সিনেমাটিতে।
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের গুনিন সিনেমাটি সেন্সর পেয়েছে গত ২০ ফেব্রুয়ারি । আর ছবিটি প্রেক্ষাগৃহে আসছে আগামী মার্চে তবে চলতি বসন্তেই পরিচালক রফিক সিকদার মুক্তি দিতে চায় তার বসন্ত বিকেল সিনেমাটি।
মুখোশ, বসন্ত বিকেল, গুনিন কিংবা শিমু। সামাজিক মাধ্যমে দীর্ঘদিন থেকে আলোচনায় থেকেছে সিনেমাগুলো। তাই নির্মাতা মনে করেন হয়তো এসব সিনেমা দিয়েই হলে ফিরবে দর্শক।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.