জনপ্রিয় ব্যান্ডদল অ্যাশেজ। দলটির ভোকাল হিসেবে এ প্রজন্মের তরুণদের কাছে বেশ পরিচিত জুনায়েদ ইভান। অমর একুশে গ্রন্থমেলা-২০২২ উপলক্ষে প্রকাশ হয়েছে তার নতুন বই। ‘অন্যমনস্ক’ নামের বইটি প্রকাশ করেছে অধ্যয়ন প্রকাশনী। এর প্রচ্ছদ করেছেন, আরিফুল হাসান।
৭টি গল্প দিয়ে সাজানো হয়েছে বইটি। মনস্তাত্ত্বিক বিভ্রমের নানান স্তরের কর্মকান্ড থেকে গল্পগুলো লেখা হয়েছে বলে জানান ইভান।
তিনি আরও জানান, তার ‘অন্যমনস্ক’ প্রকাশিত হবার পর থেকে পাঠকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বইমেলা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সর্বত্রই আলোচনায় রয়েছে বইটি।
ইতিমধ্যেই দেশের শীর্ষতম অনলাইন বুক শপ ‘রকমারি’তে বেস্ট সেলার লিস্টে’র প্রথম স্থান জায়গা করে নিয়েছে। বইটির প্রকাশক বলেছেন, ‘বইটি প্রি-অর্ডারের সময় থেকেই পাঠকদের ভেতরে ব্যাপক উৎসাহ কাজ করছিল। বই মেলায়ও এর ব্যাত্তয় ঘটেনি। আমরা দারুণ আশাবাদী।’
গল্পের বিষয়বস্তু সম্পর্কে জানিয়ে জুনায়েদ ইভান বলেন, ‘ডিলিউশন ডিসঅর্ডার। যখন কেউ সাবজেক্ট – অবজেক্টে খেই হারিয়ে এলোমেলোভাবে চিন্তা করে তখন সেটা কীভাবে সম্পন্ন হয়? কিংবা কল্পনা করার ধাপগুলো কেমন করে বিভ্রমে রূপ নেয়? মনস্তাত্ত্বিক বিভ্রমের নানান টার্মস নিয়ে গল্পগুলো লেখা হয়েছে। আশা করি পাঠকের ভালো লাগবে।’
উল্লেখ্য, গতবছর প্রকাশিত জুনায়েদ ইভান এর উপন্যাস ‘শেষ’ বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেয়েছিল রকমারিতে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.