ঘোষণার তিন বছর পর দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে ২৪ ফেব্রুয়ারি ভারতীয় সময় ভোর ৪টায় প্রথম শো হয় তামিল মেগাস্টার থালা অজিতের সিনেমা ‘ভালিমাই’-এর। ৯৩২ দিন পর বড় পর্দায় ফিরে বক্স অফিসে চমক দেখিয়েছেন তামিল মেগাস্টার অজিত কুমার।
তাঁর বহুল প্রতীক্ষিত ‘ভালিমাই’ সিনেমা মুক্তির প্রথম দিনে ভারতজুড়ে আয় করে ৭৬ কোটি রুপি, আর দেশের বাইরে ২০ কোটি রুপি। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, মুক্তির দিনে দক্ষিণে এ সিনেমা সংগ্রহ করেছে ৩৪.১২ কোটি রুপি। দ্বিতীয় দিনেও থেমে নেই অজিত-ঝড়, সংগ্রহ ২৩ কোটি রুপি। সে হিসাবে দুদিনে দক্ষিণে এ সিনেমার সংগ্রহ প্রায় ৫৭.১২ কোটি রুপি।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.