
এ ব্যাপারে ওমর সানী বলেন, ‘মৌসুমীর মায়ের শরীর খারাপ। মায়ের সঙ্গে দেখা করতে তাকে যেতে হয়েছে। আমি ও মৌসুমী দুজনই সাংগঠনিক মানুষ। সংগঠনের প্রতি শ্রদ্ধা রেখে সমিতির সভাপতি বরাবর দেড় মাসের ছুটি চেয়ে সমিতির অফিসে দরখাস্ত দিয়েছি। এতটুকুই।’

দরখাস্ত পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সমিতির অফিস সহকারী জাকির হোসেন বলেন, ‘গত বৃহস্পতিবার মৌসুমী ম্যাডামের সহকারী আরিফ দরখাস্ত দিয়ে গেছেন। আমি সঙ্গে সঙ্গে সভাপতি স্যারকে ফোনে বিষয়টি জানিয়েছি। স্যারও দরখাস্তটি হাতে পেয়েছেন।’

প্রথম মিটিংয়ে উপস্থিত থাকতে না পারলে সমস্যা হবে কি না, এ ব্যাপারে সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ছুটির আবেদন পেয়েছি। কার্যকর হবে মিটিংয়ে। আগামী ৪ মার্চ মিটিংয়ে আবেদনটি ওঠানো হবে। তা ছাড়া একটি মিটিংয়ে সমস্যা হওয়ার কিছু নেই। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কমিটির কোনো সদস্য পরপর তিন ক্যাবিনেট মিটিংয়ে অনুপস্থিত থাকলে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।’
