গোয়ার সৈকতে ‘ভিটামিন সি’ খেলেন নুসরত
কভিড আসার পর ভিটামিন সির গুরুত্ব নতুন করে বুঝেছে মানুষ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িতে কভিড মহামারির সঙ্গে লড়তে এই ভিটামিনের তো জুড়ি নেই।

তবে ওপার বাংলার সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরত জাহানের কথা বলতে গিয়ে কোনো ভিটামিন সির কথা? কারণ বুধবার ইনস্টাগ্রামে গোয়ার সমুদ্র সৈকতে তোলা নিজের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ট্যাগ দিয়েছেন ভিটামিন সি।

বুধবার ভারতের গোয়ার ছবি শেয়ার করলেও ছবিগুলো সাম্প্রতিক সময়ের নয়, এ বছরের শুরুর। তখন সঙ্গী যশ দাশগুপ্তর সঙ্গে গোয়া যান নুসরত। কয়েকটি ছবিও দেন তখন। এবার দিয়েছেন বিকিনি পরা ছবি।
হলুদ টু পিসের উপরে স্টাইলিশ নেটের শ্রাগ জড়িয়ে, চোখে রোদচশমা পরিহিতা নুসরতের উষ্ণ অবতার ভাইরাল সামাজিক মাধ্যমে। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ২৭ লক্ষ।
গত বছরের আগস্ট মাসে ছেলের জন্ম দিয়েছেন নুসরত। এর কিছু সময় পরই কাজে ফেরেন নুসরত। অল্প সময়ে বাড়তি ওজনও ঝরিয়ে প্রশংসাও পান। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে নুসরতের ছবি ‘স্বস্তিক সংকেত’ও।
‘জয় কালী কলকাত্তাওয়ালি’র কাজ শুরু করেছেন। সঙ্গে একটি রেডিও চ্যানেলের হয়ে সঞ্চালনার দায়িত্বও সামলাচ্ছেন।
