২০১৮ সালে ‘জিরো’ সিনেমা মুক্তির পর আর কোনো সিনেমা মুক্তি পায়নি বলিউডের সুপারস্টার শাহরুখ খানের। এরপর ২০২১ সালে করোনার থাবা, অন্যদিকে পুত্র আরিয়ানের মাদককাণ্ডে অনেকটাই কাজ থেকে দূরে সরে গিয়েছিলেন তিনি। অবশেষে হতাশা কাটিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরলেন তিনি।
সম্প্রতি একটি কোমল পানীয়র বিজ্ঞাপনে অ্যাকশন ভূমিকায় দেখা গেল শাহরুখ খানকে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকেও বিজ্ঞাপনটির ভিডিও শেয়ার করেছেন শাহরুখ খান। তারপর থেকেই নেটদুনিয়ায় বেশ সরগরম তিনি।
মূলত ‘পাঠান’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে খুব শিগগিরই। এতে শাহরুখ খানের নিউ লুক বেশ প্রশংসিত হচ্ছে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.