বর্তমান প্রজন্মের চিত্রনায়িকা সোনিয়া লাজুক সম্প্রতি কাজ শুরু করলেন আরও একটি নতুন চলচ্চিত্রের। শাপলা মিডিয়া প্রযোজিত ও নিরঞ্জন বিশ্বাস পরিচালিত লাজুক অভিনীত এই নতুন চলচ্চিত্রের নাম ‘আপন পর’। এরই মধ্যে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছে। এফডিসিতে ছবির প্রথম লটের শুটিং শেষে এখন শুটিং দ্বিতীয় লটের চলছে নারায়ণগঞ্জে। চলচ্চিত্রটিতে লাজুকের বিপরীতে রয়েছে নতুন প্রজন্মের নায়ক শাহেন শাহ ।
চলচ্চিত্রটি নিয়ে লাজুক বললেন, ‘ভালো লাগছে নতুন চলচ্চিত্রর কাজ শুরু করতে পেরে। চলচ্চিত্রটির পরিচালক নিরঞ্জন’দা যখন এর গল্পটি শুনিয়েছেন তখনই আমার চরিত্রটি নিজের কাছেই খুব ভালো লেগেছে। আশা করছি এই চলচ্চিত্র এবং আমার অভিনীত চরিত্রটির মাধ্যমে দর্শকরা আমাকে আরো একবার নতুন করে খুঁজে পাবেন।’
উল্লেখ্য, চলচ্চিত্রটিতে লাজুক, শাহেন শাহ, সাইফ খান ছাড়াও আরও অভিনয় করছেন বড়দা মিঠু, মানস বন্দ্যোপাধ্যায় শাহীন শাহসহ আরও অনেকে।
চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, চলতি বছরেই মুক্তি দেয়া হবে “আপন পর” চলচ্চিত্রটি।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.