অভিনেতা ঋত্বিক টাকার কথা ভাবেন না। শুধু অভিনয়ই করেন। কিন্তু তিনি সাধক পুরুষ নন, সংসারী। তাঁর স্ত্রী আছেন, সন্তান আছে। স্ত্রী অপরাজিতা ঘোষ নিজেও অভিনেত্রী। তা সত্ত্বেও তিন জনের সংসার চালাতে গেলে হিসেবনিকেশের কথা ভাবতে হয়। তিনি অভিনেতা ঋত্বিক নন, সংসারী ঋত্বিক। টলিউডের উচ্চ প্রশংসিত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী এই দুই সত্তার দ্বন্দ্ব দেখতে পান মাঝে মধ্যেই। সেই দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করেন প্রায়শই।
আনন্দবাজার অনলাইনের শনিবারসীয় লাইভ আড্ডা ‘অ-জানাকথা’য় এ সপ্তাহের অতিথি ছিলেন ঋত্বিক চক্রবর্তী। নিজের জীবনের নিশ্চয়তা, অনিশ্চয়তা অকপট ‘গোরা’। তাঁকে প্রশ্ন করা হয়, তিনি টলিউডের ‘তারকা’ শিল্পী হওয়া সত্ত্বেও আর্থিক অনিশ্চয়তা নিয়ে ভাবতে হয় কি?
প্রশ্নের উত্তরে প্রথমেই নিজের ‘তারকা’ তকমাকে নাকচ করলেন ঋত্বিক। ‘তারকা’ শব্দের ব্যবহার বাণিজ্যিক। বাজারের খাতিরে এই শব্দের প্রয়োগ বলে মনে করেন তিনি। তাই নিজেকে ‘তারকা’ না বলে ‘অভিনেতা’ বলতেই বেশি স্বচ্ছন্দ।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.