গতকাল রবিবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে নিপুণ বলেন, হঠাৎ করে জায়েদ খানের ভক্ত বেড়ে গেছে। তিনি টাকা দিয়ে দুটি ইউটিউব চ্যানেল এবং দুটি ফেসবুক গ্রুপ পরিচালনা করছেন। এখানে প্রতিনিয়ত আমাকে নিয়ে বিভ্রা’ন্তকর তথ্য ছড়াচ্ছেন। আর জায়েদের পক্ষে এসব কাজ করছেন অভিনেতা জয় চৌধুরী।
অভিনেতা জায়েদ খান ও জয় চৌধুরীকে এসব ‘নোংরামি’ বন্ধ করতে বলেছেন চিত্রনায়িকা নিপুণ। এই নায়িকার অভিযোগ, জায়েদ খান টাকা দিয়ে ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে বিভ্রা’ন্তকর তথ্য প্রচার করছেন আর তাকে এই কাজে সাহায্য করছেন জয় চৌৗধুরী।
নিপুণ বলেন, তুমি মাত্র সিনেমাতে এসেছো। তোমার উচিত এসব নোংরা’মি বাদ দিয়ে নিজের অভিনয়ের প্রতি মনোযোগ দেওয়া। তিনি আরও বলেন, যেহেতু জায়েদের সঙ্গে আমার আইনি লড়াই চলছে। আমি বলব- আপনি আমার বিরুদ্ধে এ ধরনের নোংরা’মি থেকে বিরত থাকেন। আমাদের সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত।
জায়েদ খান টাকা দিয়ে এসব করাচ্ছেন, আপনি কীভাবে জানলেন? এমন প্রশ্নের জবাবে নিপুণ বলেন, আমি না জেনে বলছি না। আমার সোর্সের মাধ্যমে সব কিছু জানতে পারছি। জায়েদ খান টাকা দিয়ে এগুলো করাচ্ছেন। এ ধরনের কাজ যারা করছেন তাদের বি’রুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন কি না- উত্তরে নিপুণ বলেন, দেখুন আমি কিন্ত কথায় কথায় বলি না যে, আইনি ব্যবস্থা নেব।
গতকালও ফেসবুক গ্রুপে নিউজ করেছে, গ্রে’ফতার হওয়া নিপুণকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। যারা এগুলো করছেন তাদেরকে সতর্ক করে দিচ্ছি। আর আইনি ব্যবস্থা নেব কি না, তা সময়ই বলে দেবে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.