অনেকদিন পর রোমান্টিক ঘরনার হিট নাটক উপহার দিলেন দর্শকনন্দিত অভিনেতা অপূর্ব। তার বিপরীতে ছিলেন অভিনেত্রী কেয়া পায়েল।
ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পেয়েছে এই জুটির নাটক ‘উড়ছি তোমার প্রেমে’। নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া শৌখিন। সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি ১৫ ফেব্রুয়ারি থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
অনেকে কেয়া পায়েলের সঙ্গে অপূর্বর নতুন জুটিকেও স্বাগত জানাচ্ছেন। সাধারণত মেহজাবীন চৌধুরী, তানজিন তিশার সঙ্গেই বেশি নাটক করতে দেখা যায় অপূর্বকে। এবার তিনি মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েলের সাথে। ‘উড়ছি তোমার প্রেমে’ নাটকে দুজনের রসায়ন দেখে অনেক প্রযোজক ও পরিচালকই আগ্রহী হচ্ছেন তাদের নিয়ে।
এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে অভিনেতা অপূর্ব বলেন, জাকারিয়া শৌখিন বরাবরই ইউনিক গল্প নিয়ে গুছিয়ে কাজ করেন। তার গল্পে প্রতিটি চরিত্রই যত্ন পায়। কাজ করতে করতেই মনে হচ্ছিল ভালো কিছু হবে। আর কেয়া পায়েল খুব পরিশ্রমী ও মেধাবী। নিজের কাজের প্রতি খুব মনযোগী ও। কেয়ার জন্য ভালোবাসা।
অপূর্ব ও কেয়া পায়েল ছাড়াও নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত। নাটকটির টাইটেল ট্র্যাকে সুর ও কণ্ঠ দিয়েছেন তাহসিন আহমেদ। গানটি লিখেছেন সোমেশ্বর অলি।
নাটকটি যৌথভাবে রচনা করেছেন ইফফাত আরা ইয়াসমিন ও জাকারিয়া শৌখিন।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.