‘তাণ্ডব’ প্রদর্শনী বন্ধ: জাজ মাল্টিমিডিয়ার তীব্র প্রতিবাদ, রাষ্ট্রীয় হস্তক্ষেপের আহ্বান
রায়হান রাফি পরিচালিত ও শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘তাণ্ডব’-এর প্রদর্শনী আউলিয়াবাদে বন্ধ করে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। রবিবার (১৬ জুন) এক ফেসবুক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এই ঘটনাকে ‘চলচ্চিত্র শিল্পের জন্য সরাসরি চ্যালেঞ্জ’ এবং ‘বৃহৎ রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতিচ্ছবি’ হিসেবে উল্লেখ করে সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছে।
রায়হান রাফি পরিচালিত ও শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘তাণ্ডব’ এর প্রদর্শনী আউলিয়াবাদে বন্ধ করে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। রবিবার (১৬ জুন) প্রতিষ্ঠানটির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক বিবৃতিতে ঘটনাটিকে ‘চলচ্চিত্র শিল্পের জন্য সরাসরি চ্যালেঞ্জ’ হিসেবে উল্লেখ করা হয়।
পোস্টে বলা হয় “আউলিয়াবাদে যা ঘটেছে তা কোনদিনই আমাদের কাম্য ছিলোনা। শুধুমাত্র তাণ্ডব নয়, পুরো চলচ্চিত্র শিল্পের জন্যই এই ঘটনা একটি সরাসরি চ্যালেঞ্জস্বরূপ।”
জাজ মাল্টিমিডিয়া এই ঘটনাকে কেবল একটি প্রদর্শনী বন্ধ হিসেবে না দেখে, একটি **বৃহৎ রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতিচ্ছবি** হিসেবেই ব্যাখ্যা করেছে। তারা সরকারকে সরাসরি হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছে।
বিশেষ করে মাননীয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রতি সরাসরি আহ্বান জানিয়ে জাজ লিখেছে; “উপদেষ্টা হিসেবে আপনারা নির্বাক থাকলে চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে আমাদের রাস্তায় নেমে পড়া ছাড়া আর কোন উপায় থাকবে না।”
এ সময় তারা সতর্ক করে বলেছে, আজ সাইফুল (‘তাণ্ডব’ সিনেমার প্রদর্শক) আক্রান্ত হলেও, কাল অন্য কারও ক্ষেত্রেও এমন ঘটনা ঘটতে পারে। তাই সবাইকে এখনই সোচ্চার হতে হবে বলে জানানো হয়।
জাজের এই বক্তব্যের পেছনের প্রেক্ষাপট এর আগে মিশন নাইনটি নিউজ-এর প্রতিবেদনে জানানো হয়, আউলিয়াবাদে স্থানীয় একটি অডিটোরিয়ামে তাণ্ডব সিনেমা প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, ঐ এলাকায় তৌহিদী জনতার ব্যানারে তাণ্ডব সিনেমার প্রদর্শনী বন্ধে বিক্ষোভ করেছেন স্থানীয় আলেম সমাজ, পরবর্তীতে তারা সিনেমা বন্ধের জন্য আয়োজকদের চাপ প্রয়োগ করেন এবং হামলার হুমকি প্রদান করেন তারা। পরে আয়োজকরা সিনেমা প্রদর্শনী বন্ধ করতে বাধ্য হয়। এতে ক্ষতিগ্রস্ত হন স্থানীয় প্রদর্শক এবং পুরো পরিস্থিতি চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।
জাজ মাল্টিমিডিয়ার এই প্রকাশ্য প্রতিবাদকে ইতিবাচকভাবে দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে। সোশ্যাল মিডিয়ায় শিল্পী ও পরিচালকরা একে একে মুখ খুলছেন। তাদের মতে, যদি এমন ঘটনার বিরুদ্ধে এখনই অবস্থান নেওয়া না হয়, তবে ভবিষ্যতে স্বাধীনভাবে চলচ্চিত্র প্রদর্শনই সম্ভব হবে না।