সিনেমা প্রদর্শনে বাধা, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকায় ক্ষোভ ডিইউএফএস-এর
টাঙ্গাইলের কালিহাতীতে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার প্রদর্শনী স্থানীয় কিছু মানুষের বাধায় বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস)। সংগঠনটির অভিযোগ, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পরও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়া রাষ্ট্রের সাংস্কৃতিক দায়বদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
টাঙ্গাইলের কালিহাতীতে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার প্রদর্শনী স্থানীয় কিছু মানুষের বাধায় বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস)। সংগঠনটির অভিযোগ, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পরও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়া রাষ্ট্রের সাংস্কৃতিক দায়বদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
জানা গেছে, কালিহাতীতে সিনেমা হল না থাকায় এবারের ঈদুল আজহায় বিকল্পভাবে একটি অডিটোরিয়ামে ‘তাণ্ডব’ সিনেমা প্রদর্শনের আয়োজন করা হয় জাজ মাল্টিমিডিয়ার হেড অব মার্কেটিং কামরুজ্জামান সাইফুলের উদ্যোগে। ঈদের দিন থেকে সিনেমাটি হাউজফুল চললেও, স্থানীয় কিছু ধর্মীয় গোষ্ঠীর আপত্তি ও হুমকির মুখে ১০ জুন (মঙ্গলবার) প্রদর্শনী বন্ধ করে দিতে বাধ্য হন আয়োজকরা।
১২ জুন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ জানায়—
“ঈদ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে কিছু চলচ্চিত্র অনুরাগী নিজ উদ্যোগে ঈদের দিন সন্ধ্যা থেকে ‘তাণ্ডব’ (২০২৫) সিনেমা দেখানোর আয়োজন করেন। পরবর্তীতে চলচ্চিত্র প্রদর্শনের বিরোধিতা করে পারকি ইউনিয়ন ওলামা পরিষদ বিক্ষোভ মিছিল করে, ফলে আয়োজকরা নিরাপত্তাহীনতায় ভুগে প্রদর্শনী বন্ধ করতে বাধ্য হন।”
“প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের নিষ্ক্রিয় ভূমিকা রাষ্ট্রের সাংস্কৃতিক দায়বদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করে,”— বলা হয় বিবৃতিতে।
সংগঠনটি আরও উল্লেখ করে,
“চলচ্চিত্র একটি শক্তিশালী মাধ্যম যা সমাজের গতিশীলতা, সৃজনশীলতা ও বহুত্ববাদী চিন্তাকে উৎসাহিত করে। চলচ্চিত্র নির্মাণ, প্রদর্শন ও চর্চার পূর্ণ স্বাধীনতা রাষ্ট্রকে অবশ্যই নিশ্চিত করতে হবে, নতুবা আগামী প্রজন্মের জন্য মুক্তভাবে সংস্কৃতি চর্চার একটি সুস্থ পরিবেশ গঠন করা অসম্ভব।”
বিবৃতিটি স্বাক্ষর করেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের দপ্তর সম্পাদক মো. আল-আমিন।