বিনোদন

বলিউড অভিনেতা মুকুল দেব প্রয়াত: পাইলট থেকে তারকা হওয়ার এক বহুমুখী যাত্রা

বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও সুপরিচিত মুখ, অভিনেতা মুকুল দেব ৫৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন। গতকাল শুক্রবার (২৩ মে, ২০২৫) দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বহুমুখী প্রতিভাবান শিল্পী। তার আকস্মিক প্রয়াণে বলিউড ও টেলিভিশন জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আজ শনিবার (২৪ মে, ২০২৫) দিল্লিতে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও সুপরিচিত মুখ, অভিনেতা মুকুল দেব ৫৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন। গতকাল শুক্রবার (২৩ মে, ২০২৫) দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বহুমুখী প্রতিভাবান শিল্পী। তার আকস্মিক প্রয়াণে বলিউড ও টেলিভিশন জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আজ শনিবার (২৪ মে, ২০২৫) দিল্লিতে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

Mukul Dev Passes Away


কর্মজীবনের সংক্ষিপ্ত রূপরেখা: পাইলট থেকে জনপ্রিয় অভিনেতা

অভিনয় জগতে আসার আগে মুকুল দেব একজন প্রশিক্ষিত পাইলট ছিলেন। তিনি ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে প্রায় এক দশক ধরে বাণিজ্যিক পাইলট হিসেবে কাজ করেছেন। দিল্লিতে তার একটি অ্যারোনটিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটও ছিল। পরবর্তীতে তিনি অভিনয়ের প্রতি মনোনিবেশ করেন।

 Career Highlights

১৯৯৬ সালে মহেশ ভাটের ‘দস্তক’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়। এরপর তিনি ‘কিলা’, ‘বাজিদ’, ‘কোহরাম’, ‘ মেরে দো আনমল রতন’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘সন অফ সরদার’, ‘আর… রাজকুমার’ এবং ‘জয় হো’-এর মতো বেশ কিছু উল্লেখযোগ্য হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। শুধু হিন্দি নয়, তিনি বাংলা, পাঞ্জাবি, মালয়ালম, কন্নড় এবং তেলেগু ভাষার সিনেমাতেও নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন।

Did You Know He Was a Trained Pilot?

টেলিভিশন জগতেও মুকুল দেবের ছিল সফল পদচারণা। ‘কাহি দিয়া জ্বলে কাহি জিয়া’, ‘কাহানি ঘর ঘর কি’, ‘মুমকিন’, ‘ফিয়ার ফ্যাক্টর ইন্ডিয়া’, ‘ঘরওয়ালি উপারওয়ালি’, ‘কুমকুম’, ‘কুটুম্ব’ এবং ‘কাশিশ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকগুলোতে তার অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।

Personal Life


 

ব্যক্তিগত জীবন ও শেষ দিনগুলি

পারিবারিক ও ব্যক্তিগত তথ্য:

  • পরিবার: মুকুল দেব জনপ্রিয় অভিনেতা রাহুল দেবের ছোট ভাই। তিনি তার মেয়ে সিয়া দেব, বোন রশ্মি কৌশল এবং ভাই রাহুল দেবকে রেখে গেছেন।
  • স্বাস্থ্য ও মানসিক অবস্থা: মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও, ঘনিষ্ঠ বন্ধু ভিনদু দারা সিং জানিয়েছেন যে মুকুল দেব গত ৮-১০ দিন ধরে অসুস্থ ছিলেন। মায়ের মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করছিলেন বলেও ভিনদু জানান।
  • শেষকৃত্য: আজ শনিবার (২৪ মে) বিকেল ৫টায় দিল্লিতে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

Personal Life

শিল্পীদের শ্রদ্ধা ও শোক

মুকুল দেবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর চলচ্চিত্র জগতের বহু তারকা গভীর শোক প্রকাশ করেছেন। মনোজ বাজপেয়ী, দীপশিখা নাগপাল, ভিনদু দারা সিং, আরশাদ ওয়ারসি, সনু সুদ, দিয়া মির্জা, নীল নিতিন মুকেশ এবং অজয় দেবগন সহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় মুকুল দেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তার সহকর্মীরা তাকে একজন অসাধারণ অভিনেতা এবং ভালো মনের মানুষ হিসেবে স্মরণ করেছেন, যার অকাল প্রয়াণ শিল্পাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

Tributes Pour In

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker