জামিন পেলেন নুসরাত ফারিয়া: হত্যাচেষ্টা মামলায় আদালতের আদেশ
বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত; আজই তাকে মুক্তি দেওয়া হতে পারে।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত রবিবার (১৮ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছিল। পরে তাকে ভাটারা থানার ওই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন সোমবার (১৯ মে) তাকে ঢাকার আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা (ভাটারা থানার উপপরিদর্শক বিল্লাল ভূঁইয়া) তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। সেদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং জামিন শুনানির জন্য ২২ মে দিন ধার্য করেছিলেন। তবে নির্ধারিত তারিখের আগেই আজ তার জামিন মঞ্জুর হলো।
হত্যাচেষ্টা মামলার বিস্তারিত:
মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত ১৯ জুলাই ভাটারা থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়েছিল। সেই ঘটনায় এনামুল হক নামের এক ব্যক্তির পায়ে গুলি লাগে এবং তিনি হাসপাতালে চিকিৎসা নেন।
পরে এনামুল হক ঢাকার সিএমএম আদালতে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার এই মামলাটি দায়ের করেন। এই মামলায় নুসরাত ফারিয়া ছাড়াও অভিনেত্রী অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, অভিনেতা জায়েদ খানসহ মোট ১৭ জন তারকাকে আসামি করা হয়েছে।
আদালতের আদেশের পর নুসরাত ফারিয়ার মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে।