হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া: পুলিশ রিমান্ড চাইবে
জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে; ডিএমপির অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, তাকে আগামীকাল সোমবার আদালতে তোলা হবে এবং রিমান্ড চাওয়া হবে।
চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল রবিবার (১৮ মে) রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ জানিয়েছে, আগামীকাল সোমবার (১৯ মে) তাকে আদালতে তোলা হবে এবং তার রিমান্ড চাওয়া হবে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের পদক্ষেপ:
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম সংবাদমাধ্যমকে নিশ্চিত করে জানান, “গতকাল রবিবার রাতে জিজ্ঞাসাবাদ শেষে নুসরাত ফারিয়াকে ভাটারা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”
তিনি আরও জানান, “আগামীকাল (সোমবার) তাকে আদালতে তোলা হবে এবং তার রিমান্ড চাওয়া হবে।”
এর আগে রবিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় নুসরাত ফারিয়াকে ইমিগ্রেশন পুলিশ আটক করে। হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। ডিবি কার্যালয়ে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মামলার বিবরণ:
জানা যায়, আলোচিত এ নায়িকার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রয়েছে।
মামলায় তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
আগামীকাল আদালতে রিমান্ড আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হবে। আদালত রিমান্ড মঞ্জুর করলে পুলিশ তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে, অন্যথায় তাকে কারাগারে পাঠানো হতে পারে। এই মামলায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যাবে।