জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়া: বিমানবন্দর থেকে ডিবিতে হস্তান্তর
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে আজ সকালে শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে; জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল এবং অর্থ যোগানের অভিযোগ রয়েছে; তাকে DBতে হস্তান্তর করা হয়েছে।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে আজ রোববার (১৮ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। থাইল্যান্ড যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, যার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
গ্রেপ্তারের কারণ ও প্রেক্ষাপট:
আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নুসরাত ফারিয়া বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার জন্য ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করছিলেন। এ সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকpost থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
শাহজালালের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র এই গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়।
মামলার বিবরণ:
মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার থানাধীন এলাকায় ঘটা এক হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে আসামি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। এই মামলায় অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা ও অভিনেতা জায়েদ খানসহ ১৭ জনকে আসামি করা হয়েছে, এবং নুসরাত ফারিয়া এই ১৭ জনের মধ্যেই অন্তর্ভুক্ত।
মামলায় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ হলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য তিনি **আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে** কাজ করেছেন। মামলায় আরও উল্লেখ করা হয়, এসব আসামিরা আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।
আইনি প্রক্রিয়া:
গ্রেপ্তারের পর নুসরাত ফারিয়াকে প্রথমে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার এএইচএম শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ভাটারা থানা পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তারের পর ফারিয়াকে থানায় আনা হলেও পরে তাকে **ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (DB) কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে**। হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে গত ২৯ এপ্রিল তার বিরুদ্ধে মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন ভাটারা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহুরুল ইসলাম।
উল্লেখ্য, নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এ ছাড়া মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় তিনি। তাকে সবশেষ ‘জ্বিন ৩’ সিনেমায় দেখা গেছে। গেল ঈদে মুক্তি পায় সিনেমাটি। এতে তার বিপরীতে ছিলেন আব্দুন নূর সজল এবং ছবিটি পরিচালনা করেন কামরুজ্জামান রোমান।
গ্রেপ্তারের এই ঘটনা চলচ্চিত্র অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মামলার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।