মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১৭টি বিভাগের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর ২০২৪) সকাল ৯ টা ৩০ মিনিট থেকে ১৭টি বিভাগে গিয়ে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। এসময় তিনি নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।

Image

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম, প্রক্টর অধ্যাপক ড. মোঃ ইমাম হোসেনসহ সংশ্লিষ্ট অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষকবৃন্দ।

Image

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাইস-চ্যান্সেলর বলেন, তোমরা কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার সুযোগ পেয়েছ। তোমরা কখনও নিজেদেরকে একা ভাববে না, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় সুন্দর ও গোছানো ক্যাম্পাসে তোমাদের স্বাগত জানাই। বিশ্ববিদ্যালয় হলো উন্মুক্ত জ্ঞানচর্চার জায়গা। এখানে জ্ঞান সৃষ্টি ও বিতরণ করা হয়। তোমরা এ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় আইন মেনে চলবে এবং শিক্ষকদের সাথে সমন্বয় করে জ্ঞান অর্জন ও গবেষণামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করবে। তোমাদের বিভাগের সম্মানিত শিক্ষকরা ও আমরা যারা প্রশাসনিক দায়িত্বে আছি তোমাদের অভিভাবক হিসেবে কাজ করব। আমাদের দ্বার তোমাদের জন্য উন্মুক্ত।

Author

আব্দুস সাত্তার, বিশেষ প্রতিনিধি

নাম আব্দুস সাত্তার। তিনি পেশায় একজন সাংবাদিক। তিনি মিশন নাইনটি নিউজের একজন বিশেষ প্রতিনিধি হিসেবে নিযুক্ত আছেন।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker