শিক্ষা

শিক্ষাঙ্গনে কুপাকুপি কাম্য? প্রশ্ন তুললেন আসিফ সৈকত

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের সময় উভয় পক্ষ লাঠিসোঁটা, ইটপাটকেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে বলে জানা গেছে।

ঘটনার প্রেক্ষিতে বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট আসিফ সৈকত তাঁর ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি শিক্ষাঙ্গনে সহিংসতার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন, “শিক্ষাঙ্গনে কুপাকুপি কাম্য?”

তিনি আরও উল্লেখ করেন, “আমার ইনবক্সে আহত ছাত্রদের বেশ কিছু ছবি এসেছে। ছবিগুলো অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। যদি হেডম থাকে, তাহলে প্রতিপক্ষকে ক্যাম্পাস ছাড়া করো। কিন্তু এই ধরণের ন্যাক্কারজনক কালচার চালু করার কোনো যৌক্তিকতা নেই।”

সৈকত তাঁর পোস্টে আরও বলেন, প্রতিপক্ষ আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করছে এবং সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করছে, যা কাপুরুষতার পরিচায়ক। তবে এর জবাবে সংঘর্ষ ও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “এই কালচার দুঃখজনক, অগ্রহণযোগ্য এবং ন্যাক্কারজনক।”

তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা আমাদের সময়ে কখনো এই ধরণের ছাত্ররাজনীতি করিনি। আন্ডারগ্রাউন্ড বা টানেল পলিটিক্স করুক, এই ধরণের সহিংস চর্চা সমর্থনযোগ্য নয়। আমাদের বিব্রত করবেন না, আহত করবেন না।”

উল্লেখ্য, কুয়েট ক্যাম্পাসে সংঘর্ষের এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আহত শিক্ষার্থীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Author

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker