শিক্ষা
মির্জাপুরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ
মির্জাপুরে বছরের প্রথমদিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এই বই বিতরণ করা হয়।
বেলা সাড়ে ১২টার দিকে সদরের মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম। বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার মির্জাপুর প্রতিনিধি শামসুল ইসলাম সহিদ, সহকারী প্রধান শিক্ষক হরেকৃষ্ণ সরকার, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ।