৪৭তম বিসিএস নিয়ে পিএসসিতে শিবিরের স্মারকলিপি
আসন্ন ৪৭তম বিসিএস পরীক্ষায় ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতে পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ের পিএসসি কার্যালয়ে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমের হাতে স্মারকলিপি দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহর নেতৃত্বে ছাত্রশিবিরের এক প্রতিনিধি দল।
শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের একটা বড় অংশ এ বছর বিসিএসে অংশগ্রহণ করতে পারছেন না। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৪টির মতো বিভাগের শিক্ষার্থীরা ৪৭তম প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
স্মারকলিপিতে চারটি দাবি জানানো হয়। তা হলো, ৪৭তম বিসিএস থেকে পরবর্তী সব বিসিএসের জন্য পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) কর্তৃক এক বছরের নিয়োগ ক্যালেন্ডার করা।
নন ক্যাডারে নিয়োগ বিসিএসের নিয়োগের দুই মাসের মধ্যে সম্পন্ন করা। প্রতি পরীক্ষার্থীর প্রিলি, রিটেন ও মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ, প্রিলিমিনারি পরীক্ষার উত্তরপত্র প্রকাশ ও লিখিত পরীক্ষার ক্ষেত্রে পুনঃনিরীক্ষণের সুযোগ রাখা। আবেদনের সময় চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত রাখা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের ৪৭তম বিসিএসের অংশগ্রহণে ইচ্ছুক সবাই যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেজন্য প্রার্থীর যোগ্যতা অর্জনের সময় ৩১.১২.২০২৪ থেকে বাড়িয়ে ২৮.০২.২০২৫ পর্যন্ত করা।