Site icon MIssion 90 News

তাপমাত্রা নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

দেশে বিভিন্ন জেলার ‍ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। গরমের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কোথাও কোনো স্বস্তির জায়গা নেই। এর মধ্যে তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, শনিবার সারা দেশে দিনের তাপমাত্রা আরো বাড়তে পারে। তবে রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় জলীয় বাষ্ফের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে। 

তাপপ্রবাহের বিষয়ে পূর্বভাসে বলা হয়েছে, রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং টাঙ্গাইল, বগুড়া, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এ ছাড়া মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ রংপুর ও ময়মনসিংহ ও বরিশাল বিভাগসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এদিকে আজ শনি, আগামীকাল রবিবার ও পরদিন সোমবার দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে পূর্বাভাসে। সংস্থাটি বলছে, শনি ও রবিবার সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আর অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সোমবার সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আর দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

পূর্বাভাসে আরো বলা হয়, আগামীকাল রবিবার ও পরদিন সোমবর বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সেই সঙ্গে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে। এ ছাড়া পরদিন সোমবার সারা দেশে তাপমাত্রা সামান্য কমতে পারে। আর রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। 

এদিকে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ দিন দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৮৪ মিলিমিটার। 

Exit mobile version