Site icon MIssion 90 News

ডিউটিরত পুলিশের তৎপরতায় বেঁচে গেলো হাজারো যাত্রীর প্রাণ!

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস রেল লাইনে উঠে পড়ে। ডিউটিরত পুলিশ সদস্যের তাৎক্ষণিক তৎপরতায় প্রাণে বেঁচে গেছেন ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের হাজারো যাত্রী। এ দূর্ঘটনায় বাসের ৪ জন যাত্রী ও ট্রাকের চালকসহ ৫ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় কিছু সময়ের জন্য ঢাকা ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ছিল।

গত মঙ্গলবার রাত ২ টা ১০ মিনিটের দিকে বঙ্গবন্ধু সেতু টাঙ্গাইল ঢাকা মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা  ঘটে। 

জানা গেছে, মঙ্গলবার রাত ২ টার দিকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া নামক স্থানে ঢাকাগামী আরপি এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস ও বঙ্গবন্ধু সেতু পূর্বগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনের উপরে উঠে পড়ে। এ সময় মহাসড়কে ডিউটিরত বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) টিটু চৌধুরীর নেতৃত্বে একটি পুলিশ টহল টীম জানতে পারেন টাঙ্গাইল থেকে পঞ্চগড় এক্সপ্রেস নামে একটি ট্রেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের দিকে আসছে। এক পর্যায়ে দ্রুত সংশ্লিষ্ট  দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ফোন করে ট্রেনটি থামানোর জন্য অনুরোধ করেন এসআই টিটু। পরে ট্রেনটি ঘটনাস্থলে এসে দাঁড়ালে বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনের হাজারো যাত্রী। এরপর দ্রুত বাসটি সরানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) টিটু চৌধুরী জানান, গত মঙ্গলবার রাত ২ টা ১০ মিনিটের দিকে মহাসড়কের হাতিয়া এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে বাসটি রেল লাইনে উঠে পড়ে। এসময় জানতে পারেন, টাঙ্গাইল থেকে পঞ্চগড় এক্সপ্রেস নামে একটি ট্রেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের দিকে আসছে। এরপর দ্রুত পুলিশ কন্ট্রোলরুম ও রেলওয়ের সাথে যোগাযোগ করে টাঙ্গাইল স্টেশন থেকে ছেড়ে আসা ওই ট্রেনটি ঘটনাস্থলে দাঁড় করানো হয়। এতে করে ট্রেনের হাজারো যাত্রী রক্ষা পায়। রেল লাইনের উপর থেকে বাসটি সড়ানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।

Exit mobile version