আইন-আদালত

স্ত্রীসহ সাবেক এমপি তানভীর ইমামের ৬৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম (বাঁয়ে) ও তার স্ত্রী মাহিন ইমাম

সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম, তার স্ত্রী মাহিন ইমাম ও মেয়ে মানিজা ইসমত ইমামের নামে থাকা ৬৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এসব হিসাবে ২০ কোটি ২৯ লাখ ৭৯ হাজার টাকা রয়েছে। এর মধ্যে তানভীরের নামে ৫৮টি, তার স্ত্রী মাহিনের তিনটি ও মেয়ে মনিজার আটটি হিসাব রয়েছে।এ ছাড়া তাদের নামে থাকা স্থাবর সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে।

জব্দ হওয়া স্থাবর সম্পদের মধ্যে তানভীর ইমামের নামে গুলশানে দুটি ফ্লোরের ৩০ শতাংশ হাউজ রয়েছে। যার প্রদর্শিত মূল্য ২৯ লাখ ৫০ হাজার টাকা। উত্তরায় ১৫০৮ স্কয়ার ফুটের অ্যাপার্টমেন্ট রয়েছে। এ ছাড়া তার তিনটি গাড়ি অবরুদ্ধ করা হয়েছে। তার স্ত্রী মাহিনের বসুন্ধরায় ৬০ লাখ টাকা মূল্যের অ্যাপার্টমেন্ট জব্দ করা হয়েছে।

তাদের মেয়ে মানিজার এক কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের পার্ক প্যানোরোমা প্রকল্প জব্দ করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, দুদকের পক্ষে স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করা হয়।

অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র মোতাবেক তানভীর ইমাম, তার স্ত্রী মাহিন ইমাম ও মেয়ে মানিজে ইসমত ইমাম স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করার তথ্য পাওয়া যায়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব স্থাবর জব্দ ও অস্থাবর অবরুদ্ধ করা আবশ্যক।

Author

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker