রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে তার ভক্ত-অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়।এসময় চিন্ময় অনুসারীদের হামলায় সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ নিহত হন।
তার মৃত্যুর জন্য ইসকন সদস্যদের দায়ী করেছেন আইনজীবীরা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনকে আসামি করে নিহতের পরিবার মামলা করে। গত শনিবার নগরের কোতোয়ালী থানায় এই মামলা দায়ের করেন সাইফুলের বাবা জামাল উদ্দিন।মামলায় এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশের ওপর হামলা, কাজে বাধা দেওয়া, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণের ঘটনায় আরো ৫টি মামলা হয়েছে। এ ৬ মামলায় এখন পর্যন্ত ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে হত্যার ঘটনার দায়ের হওয়া মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।