আইন-আদালত

আসাদগেট থেকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ‘ডলার’ সিরাজ আটক

নরসিংদী-৩ আসনের সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। 

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আসাদগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আলী ইফতেখার হাসান বলেন, ‘সেনাবাহিনীর সহায়তায় সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জে দুটি হত্যা মামলা রয়েছে। নারায়ণগঞ্জ পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।’

সংশ্লিষ্ট সূত্র বলছে,  নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লা রাজনৈতিক বা দলীয় তকমা থেকেও বেশি পরিচিতি ‘ডলার সিরাজ’ নামে।

আশি-নব্বইয়ের দশকে রাজধানীর মতিঝিলে ব্যাংকপাড়ায় কালোবাজারে ডলার বিক্রি করতেন তিনি। ডলার বেচাকেনার পাশাপাশি জড়িয়ে যান সোনা চোরাচালানে। এসব ঘটনায় মামলার আসামিও হয়েছেন কয়েকবার।

এক পর্যায়ে কালোবাজারির বদনাম ঘোচাতে তিনি রাজনীতিতে পা রাখেন।

আওয়ামী লীগের শাসনামলে দুইবার হয়েছেন সংসদ সদস্য। এর মধ্যে স্থানীয়ভাবে নিজের আধিপত্য বিস্তারে গঠন করেছেন ‘পরিবার লীগ’। কিশোর গ্যাংয়ের বিভিন্ন গ্রুপ নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপরাধকর্মে জড়িত সাবেক এই সংসদ সদস্য। সব প্রকার অনিয়মকে তিনি বানিয়েছেন নিয়ম। আর এভাবে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়।
এ ছাড়া ডলার সিরাজ সিঙ্গাপুরে অর্থ পাচার করেছেন এবং সেখানে তার বাড়ি রয়েছে বলে পরিবারের একাধিক সদস্য জানিয়েছেন। তারা বলেছেন, সিঙ্গাপুরে সিরাজের ‘সেকেন্ড হোম’ রয়েছে।
 

সিরাজুল ইসলাম মোল্লা এর আগে ওয়ান-ইলেভেনের পর আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হন। পরে বিপুল পরিমাণ অনুদান দিয়ে রাজনীতিতে পা রাখেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা হিসেবে।

পরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সর্বশেষ নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্বাচিত হন। ২০১৪ সালে দশম সংসদে প্রথম তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ সংসদে পরাজিত হলেও দ্বাদশ সংসদ নির্বাচনে ফের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

 

Author

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker