মাদারীপুরে ২০১৪ সালের করা মানহানি মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাদারীপুর জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বাবুল আকতারের ২০১৪ সালের করা এ মানহানি মামলা থেকে তিনি খালাস পেলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান। তিনি বলেন, শনিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালত তাকে খালাস দেয়া হয়েছে।
শায়রুল কবীর খান আরো জানান, রাজনৈতিক হয়রানিমূলক উদ্দেশ্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে মাদারীপুর জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বাবুল আকতার ২০১৪ সালে মানহীন মামলা করেন।
মামলার বাদী বাবুল আকতার নিজেই গত ৭ আগস্ট সালে মাদারীপুর জেল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন।
পরে শনিবার তারেক রহমানের আইনজীবী মাদারীপুর জেলা আইনজীবী ফোরাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলজার আহমেদ চিশতি বিজ্ঞ আদালত শুনানি করে ১৩ আগস্ট সিআর ১১৭৪/১৪সিএম মামলা “দি কোড অব ক্রিমিনাল প্রসিডিওর ২৪৮ ধারা মতে মামলাটি প্রত্যাহারের অনুমতি প্রদান করা হলে আসামি-কে খালাস প্রদান করা হয়।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.