মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে পীরগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে “মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান” হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মো: রেজাউল করিম, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর আলম, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ-সভাপতি শাহাজাহান আলী ও শামীমুজ্জামান জুয়েল, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: মেহের এলাহী, পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিচালক ফয়জুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, সাংবাদিক দিপেন রায়, পৌর কাউন্সিলর এ এইচ এম কামরুজ্জামান, পৌরসভার প্রধান সহকারী নুর মোহাম্মদ চৌধুরী ও পৌর কর্মচারী এসোসিয়েশন এর সভাপতি তোজাম্মেল হক প্রমুখ।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.