লালমনিরহাট

সামন্য বৃষ্টি হলেই বিদ্যালয় মাঠে হাটু পানি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

লালমনিরহাট প্রতিনিধি।
সামন্য বৃষ্টি হলেই হাটু পানি জমে যায়। বিদ্যালয়ে যেতে পারে না শিক্ষার্থীরা।  ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও শিক্ষকদের পোহাতে হয় চরম দুর্ভোগ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট ) সরেজমিনে গেলে এমনই অবস্থা দেখা যায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় ও কাকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ মাঠটি। বিদ্যালয়ের মাঠটি নিচু হওয়ায় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মাঠটির বেশির ভাগ অংশই জলমগ্ন হয়ে থাকে। 

অল্প কিছু অংশে পানি না থাকলেও তা কর্দমাক্ত ও স্যাঁতসেঁতে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে মাঠে নামতে পারছে না। জলাবদ্ধতার শ্রেণিকক্ষে যাতায়াতের সময় শিক্ষার্থীরা অনেকেই পা পিছলে পড়ে যায়। এতে নোংরা হয় তাদের জামা-কাপড় ভেজে যায় বই খাতা। যে কারনে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসেন না।

এ ছাড়া মাঠে জমে থাকা কাদাপানির কারণে শিক্ষার্থীরা শরীরচর্চা ও জাতীয় সংগীত গাইতে পারে না। এতে করে স্কুলের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুততার সঙ্গে বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা নিরসনের জোর দাবি জানান শিক্ষার্থীরা।

কাকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মুশফিকুর রহমান লাম, আরশি আক্তার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রুপায়ন বর্মন,সামিয়া আক্তার ও তৃতীয় শ্রেণির রুমি আক্তার বলেন, তারা বাড়িতে বদ্ধ পরিবেশে থাকে, আবার বিদ্যালয়ে এসে শ্রেণিকক্ষেও একই অবস্থা। তাই তাদের মাঠটি দ্রুত সংস্কার করার দাবি জানায় তারা।

স্থানীয়রা জানায়, মাঠটি শুধু স্কুলের ছাত্র-ছাত্রীদেরই নয়, গ্রামের ছেলে মেয়েদেরও খেলাধুলার মাঠ। মাঠটি দীর্ঘদিন ধরে সংস্কার না করা এবং পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে পুকুরসহ বাড়ি-ঘর নির্মাণ করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কিন্তু জলাবদ্ধতা নিরসনে বাস্তবভিত্তিক কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আশা জানান, এই বিদ্যালয় ১০৩৭ শিক্ষার্থী রয়েছে। সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠে পানি জমাট বেধে থাকে। বৃষ্টির পানি বিদ্যালয়ের মাঠ থেকে নিষ্কাশনের পথ না থাকায় এ জলাবদ্ধতা সৃষ্টি। এ বিষয়ে আমরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয়দেরকে নিয়ে লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছিলাম। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় মাঠটি পরিদর্শন করেও গেছেন, কিন্তু আজও এ সমস্যার সমাধান হয়নি।  

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ পাল বলেন, এই স্কুলে ৩৪০জন শিক্ষার্থী রয়েছে। আমি যোগদান করার ছয় বছর হলো। যোগদানের পর থেকে দেখে আসছি বর্ষার সময় মাঠে পানি জমে থাকায় স্কুলের শিক্ষার্থীরা শারীরিক শিক্ষা ও মাঠে খেলাধুলা করতে পারে না। বিষয়টি উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও  প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়কে একাধিকবার লিখিত ভাবে এবং অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে মৌখিকভাবে জানানো হয়েছে।

কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহির তাহু জানান, আমি জলাবদ্ধতার বিষয়টি জানতাম না। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। বিদ্যালয় দুটির শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দ্রুত তদন্ত সাপেক্ষে ড্রেনের ব্যাবস্থা করে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দ্বয়ের সাথে সমন্বয় করে মাঠ থেকে দ্রুত পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker