গোবিন্দগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ ট্রাকচালক ও সহকারী গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আবারও মাদকের বড় চালান উদ্ধার করে আলোচনায় এসেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযান চালিয়ে পাথরবোঝাই একটি ট্রাক থেকে ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। একই সঙ্গে ট্রাকের চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার বিলকলমী সরকারপাড়া গ্রামের মৃত শহীদুল্লা সরকারের ছেলে ট্রাকচালক বিপুল সরকার (৩৫) এবং পাবনা জেলার সাথিয়া উপজেলার চিনানাড়ী গ্রামের বাসিন্দা ট্রাকের সহকারী আবু দাউদ আকাশ।
শনিবার (২৬ এপ্রিল) সকালে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহ্-নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বুজরুক বোয়ালিয়া এলাকায় অভিযান চালানো হয়।
তিনি বলেন, “কুড়িগ্রাম থেকে পাবনার উদ্দেশ্যে যাওয়া একটি পাথরবোঝাই ট্রাক তল্লাশি চালালে, পাথরের স্তরের নিচে বিশেষ কৌশলে লুকানো ২৪ কেজি গাঁজা পাওয়া যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।”
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
ডিএনসি’র উপ-পরিচালক আরও জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও কঠোরভাবে তা অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, গোবিন্দগঞ্জ এলাকায় মহাসড়ককেন্দ্রিক মাদক পাচার নতুন কিছু নয়। বিশেষ করে ট্রাক ও পণ্যবাহী গাড়িগুলোর আড়ালে বড় বড় চালান সরবরাহের চেষ্টা করে মাদক ব্যবসায়ীরা। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তায় এসব অপতৎপরতার বড় অংশই নিয়ন্ত্রণে আসছে।
জনসচেতনতা ও কঠোর নজরদারির মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে মুক্ত করা সম্ভব — এমনটাই মনে করছেন স্থানীয় সচেতন মহল।