গোবিন্দগঞ্জে ভাঙা সেতুতে প্রতিদিন দুর্ঘটনা, জীবনের ঝুঁকিতে শতশত মানুষ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা থেকে ফুলপুকুরিয়া সড়কের মাঝখানে সিমটা জুরি নামক স্থানে একটি গুরুত্বপূর্ণ সেতু দীর্ঘ দিন ধরে ভেঙে পড়ে আছে। সংস্কার কাজ শুরু হলেও তা অসমাপ্ত থাকায় প্রতিদিন এই 'মরণফাঁদে' দুর্ঘটনা ঘটছে, যার ফলে শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।
গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা থেকে ফুলপুকুরিয়া সড়কের মাঝপথে **সিমটা জুরি** নামক স্থানে একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ে আছে দীর্ঘদিন ধরে। সেতুটি উপজেলা প্রকৌশল অফিসের তত্ত্বাবধানে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভেঙে কাজ শুরু করলেও, দীর্ঘ সময় পার হলেও সংস্কার কাজ সম্পন্ন হয়নি। ফলে এলাকাবাসীর কাছে এটি **‘মরণফাঁদে’** পরিণত হয়েছে।
এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন, বিশেষ করে ধানবোঝাই ট্রাক, বাস, মাইক্রোবাস ও মোটরসাইকেল চলাচল করে। কিন্তু সেতুর ভগ্নদশার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এর ফলে বহু মানুষ আহত হচ্ছে এবং জানমালের ক্ষতি হচ্ছে। অনেকে রাতের অন্ধকারে এই ভাঙা অংশে পড়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, “সেতুটি ভাঙা প্রায় কয়েক মাস হয়ে গেছে। ঠিকাদার কাজ শুরু করেও অজানা কারণে ফেলে রেখেছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছে। প্রশাসনের দৃষ্টি যেন এখানেই থেমে আছে।”
স্থানীয়রা আরও বলেন, “একটি গুরুত্বপূর্ণ সড়কে এমন অবস্থায় চলাচল করা মানে জীবন নিয়ে খেলা। আমরা দ্রুত এই সেতুর সংস্কার দাবি করছি।”
এখনই যথাযথ ব্যবস্থা না নিলে এই রাস্তাটি মানুষের জীবন ও জীবিকার জন্য আরও বিপজ্জনক হয়ে উঠবে—এমনটাই মনে করছেন সচেতন নাগরিকরা।