কাউনিয়ায় কীটনাশক পান করে নারীর মৃত্যু
মোঃ মন্জুরুল আহসান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় কীটনাশক পান করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নয়দিন দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন আলেয়া বেগম নামের এক নারী।
পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের বাসিন্দা মোঃ নজরুল ইসলামের কন্যা আলেয়া বেগমের সাথে পরিবারের লোকজনের তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে অভিমান করে গত বৃহস্পতিবার দুপুরে কীটনাশক পান করে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে ছটপট করতে দেখলে তাকে প্রথমে কাউনিয়া হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে নয়দিন চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। আলেয়া বেগম দুই সন্তানের জননী। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মাহফুজার রহমান ওই নারী কীটনাশক পান করে অসুস্থ হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।