রাজশাহী

রাজশাহীর মোহনপুরে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠন

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শামসুল আলম ও সাধারণ সম্পাদক হয়েছেন হাসান আলী। সোমবার (২৫ জুলাই) বিকালে ফুলশো উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ডটির ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে তারা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কেশরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তার সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাষ্টারের পরিচালনায় কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলফর রহমান। বিশেষ অতিথি ছিলেন, মোহনপুর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও পৌর আওয়ামী লীগের প্রস্তুত কমিটির আহবায়ক শরিফুল ইসলাম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, মোহনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, মোহনপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, কেশরহাট পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুবাইয়াত হোসেন উজ্জল, কেশরহাট পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক জামাল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker