কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে রাজশাহীতে শহীদদের শ্রদ্ধা জানাতে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
রাত ১২ টায় রাজনৈতিক , সামাজিক, পেশাজীবি, শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক নেতৃবৃদ্ধসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরেিই রাজশাহী মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এতে নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল । এই সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও রাজশাহী বিএনপির একটিদল শহীদদের সম্মানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রাজশাহী কলেজের পক্ষ হতে অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেকের নেতৃত্বে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এদিকে, রাজশাহীর প্রস্ততাবিত কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী সিটি কর্পোরেশন কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা।
এসময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এছাড়াও নগরীর ভুবন মোহন পার্কের শহীদ মিনারে বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, ছাত্র সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ পুস্পস্তবক অর্পন করেন।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.