বিশ্ববিদ্যালয়ে অমর একুশে গ্রন্থ কুটির ২০২২ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানটির আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব।
আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্ত্বর প্রাঙ্গনে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাবির বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও প্রখ্যাত কথাসাহিত্যিক জুলফিকার মতিন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মানুষের জ্ঞান হলো অখণ্ড। আমারা সাহিত্যকে যেমন বিজ্ঞান থেকে আলাদা করতে পারি না তেমনি বিজ্ঞানকেও সাহিত্য থেকে আলাদা করতে পারি না।
সাহিত্য আমাদের চেতনা সুউদ্দীপ্ত করে আর বিজ্ঞান যুক্ত আছে আমাদের জীবন যাপনে। সাহিত্য ও বিজ্ঞান অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের চিন্তাশক্তির উন্মেষে বই সহায়তা ভূমিকা পালন করে৷ এ কারণে এ ধরনের বই মেলার আয়োজন মানুষের চিন্তার বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।
উপ-উপাচার্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, এই মাসটি হচ্ছে আমাদের ভাষার মাস। এই মাসের ২১ তারিখে ভাষার জন্য জীবন দিয়েছে তরুণ শিক্ষার্থী সহ অনেকে।
জীবনের জন্য সাহিত্য দরকার আর জীবন যাপনের জন্য বিজ্ঞান। তাই জীবন যাপনকে আরো সুন্দর করতে সাইন্স ক্লাবের উদ্যোগে এই বই মেলা প্রসংশার দাবি রাখে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রফেসর মোঃসুলতান-উল-ইসলান(উপ-উপাচার্
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদেরকে একাডেমিক বইয়ের বাহিরের বইয়ের প্রতি আগ্রহ গড়ে তোলার লক্ষ্যে ২০১৯ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বইমেলার আয়োজন করে আসছে।
তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ৩য় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে “অমর একুশে গ্রন্থকুটির ২০২২”
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.