ঈশ্বরদীতে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী কর্তৃক আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় ১ টি ইজিবাইক ও দুটি মোটর সাইকেল ভাংচুর ও মোটর সাইকেল দুটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রুপপুর উচ্চ বালক বিদ্যালয় সংলগ্ন স’মিলের সামনে গোলাগুলি, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হন ঈশ্বরদী উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক (প্রস্তাবিত কমিটি) মো: সজল (২৫)। তিনি উপজেলার পৌরসভার ভেলুপাড়া এলাকার মো: শফি প্রামানিকের ছেলে। বর্তমানে তিনি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শী এবং এলাকার বাসি সূত্রে জানা যায়, নতুন রুপপুর এলাকার যুবনেতা সচীন হত্যা মামলায় কোন প্রকার সংশ্লিষ্টতা না থাকার পরও কেবলমাত্র মতবিরোধের জেরধরে সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল হোসেনকে সচীন হত্যা মামলায় আসামি করায় এলাকাবাসীর মধ্যে প্রতিবাদের ঝড় ওঠে। তারই ধারাবাহিকতায় অনতিবিলম্বে রাসেলের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা প্রতাহারের দাবিতে এলাকাবাসী একটি ঝাড়ু মিছিল নিয়ে সাহাপুর জিগাতলা মোড় থেকে নতুন রুপপুর সচীনের বাড়ীর অভিমুখে রওনা হয়ে বাড়ীর কিছুদুর পূর্বেই বিক্ষোভ মিছিল কে লক্ষকরে গুলি ছুড়তে শুরু করেন একাধিক ডাকাতি মামলার চিন্হিত আসামি তানভীর হাসান শুমন নবী অরফে ডাকাত নবী, দাদা সজীব অরফে ডাকাত সজীব গং।
তাদের এলোপাতারী গুলিতে বিক্ষোভ কারীরা ছত্রভঙ্গ হলে তানভির গং বিক্ষোভ কারীদের দুটি মোটর সাইকেল ও একটি ইজিবাইক ভাংচুর করেন। পরে মোটর সাইকেল দুটিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেন। ঈশ্বরদী থানার পরিদর্শক (ওসি তদন্ত) মনিরুল ইসলাম বিক্ষোভ মিছিলে গুলিবর্ষণের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ প্রাপ্তির ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।