নওগাঁর ধামইরহাটের অসহায় এক ব্যক্তির খলিয়ান দখল নিতে ব্যর্থ হলে ৭ দিন যাবত অবরুদ্ধ করে রেখেছেন প্রভাবশালী একটি মহল। গ্রামের কয়েকটি পরিবারের মানুষ ওই রাস্তা দিয়ে মসজিদে যাতায়াত করেন। সেই প্রেক্ষিতে অবরুদ্ধ মসজিদের মুসল্লরাও। অবরুদ্ধ পরিবেশে অস্থিরতা প্রকাশ করছেন লোকজন। অবরুদ্ধ পরিবার স্থানীয় জন প্রতিনিধিদের নিকট সুষ্ট বিচার না পেয়ে মানবেতর বন্দি জীবন যাপন করছেন। ভুক্তভোগী পরিবার এ ব্যাপারে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানায় লিখিত অভিযোগ সূত্র জানা যায়, উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামে মৃত মফিজ উদ্দিনের ছেলে ইকবাল হোসেন তার বাড়ীতে দীর্ঘ ৩ যুগ ধরে বসবাস করে আসছেন এবং ওই বাড়ীর খলিয়ান দিয়ে প্রতিবেশীদের যাতায়াত করে।
সম্প্রতি প্রভাবশালী আহাদ আলীর ছেলে মোহাম্মদ আলী গং অসহায় কৃষক ইকবাল হোসেনের খলিয়ান দখল করে রাস্তা তৈরীর জন্য ইটের খোয়া বিছিয়ে দখলের চেষ্টা করলে ইকবাল হোসেন নিষেধ করে এবং বাঁধা দেয়। এতে মোহাম্মদ আলী গং ক্ষিপ্ত হয়ে ইকবাল হোসেনের বাড়ীর চারিধারে বাঁশ-খুটির বেঁড়া দিয়ে তাঁর পরিবারকে অবরুদ্ধ করে রাখেন। ইকবালের ছেলে শাকিল হোসেন বাহির থেকে বাড়ীতে প্রবেশ করতে চাইলে সন্ত্রাসী ওসমান, রোমান, নুর আলমসহ মোহাম্মদ আলীর লাঠিয়াল বাহীনি শাকিলকে ধাওয়া করে। এ ব্যাপারে মোহাম্মদ আলী বিষয়টি কৌশলে এড়িয়ে যায় এবং তিনি বলেন,‘আমার পৈত্রিক সুত্রে প্রাপ্ত নিজ জমি বেড়া দিয়ে ঘিরে রেখেছি, ইকবালের পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগটি মিথ্যে। স্থানীয় খেলনা ইউপি সদস্য আমিনুর রহমান বলেন, একটি বাড়ীর চার দিক বেড়া দিয়ে ঘিরে রাখা ঠিক হয়নি। বর্তমান ওই পরিবারটি অবরুদ্ধ প্রায়।
প্রতিবেশী রহিম বক্স বাড়ী অবরুদ্ধ রাখার বিষয়ে প্রতিবাদ জানান। এ বিষয়ে ৮ আগস্ট রাতে ইকবাল থানায় অভিযোগ করলে এ.এসআই শাজাহান আলী বলেন, ঘটনাটি তদন্ত করে প্রকৃত ঘটনা উর্ধতন কর্মকর্তাকে জানিয়ে আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা হবে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.