ধামইরহাট
ধামইরহাটে মোবাইল কোর্টের মাধ্যমে মুদি দোকানীর অর্থদন্ড
নওগাঁর ধামইরহাটে মোবাইল কোর্টের মাধ্যমে দুই মুদি দোকানির অর্থদন্ড আদায় করা হয়েছে। বুধবার (৯ মার্চ) সকাল ১১ টার সময় ধামইরহাট সদরস্থ ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ।
পেশকার মেহেদী হাসান জানান, ভোক্তা অধিকার আইনের ৫১ ও ৫৩ ধারা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ধামইরহাট বাজারের মুদি দোকানী পাবনা ভ্যারাইটি স্টোরের ৩ হাজার ও মাশরুফা ভ্যারাইটি স্টোরের ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ জানান, ভোক্তা অধিকার নিশ্চিত করতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। যারা সিন্ডিকেট করে পন্য মজুদ ও গ্রাহকের নিকট থেকে পন্যের দাম বেশি নেওয়ার অভিযোগ পেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।