ধামইরহাটে ২০ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক-২
নওগাঁর ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের লোদিপুর গ্রামের মো: কাউছার আলীর বাড়ি থেকে নওগাঁ কার্যালয়ের গোয়েন্দা তথ্যে উপ-পরিচালক নওগাঁর নেতৃত্বে, সহকারী পরিচালকদ্বয়সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর সক্রিয় অংশগ্রহণে থানা পুলিশ ও এনএনআই এর যৌথ অভিযানে রবিবার দিবাগত রাত ৮ টার সময় ৪০ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক মূল্য ২০ কোটি টাকা বলে জানা গেছে। এ সময় মুর্তি পাচারকারী চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে। এবং মুর্তিপাচারকারির মূলহোতা মো: কাউছার আলী (৩০) ও তার স্ত্রী সুমি খাতুন (২৮) কৌশলে পালিয়ে যায়।
আটক মুর্তি পাচারকারী চক্রের ২ সদস্য হলো, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মধুইল গ্রামের মৃত বদরুদ্দীনের ছেলে মো: হেলাল উদ্দিন (৬০) ও আকবরপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে মো: আলতাফ হোসেন (৫০)।
এ ঘটনায় সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মো: কাউছার আলী তার নিজ বাসার শয়নকক্ষে দূর্লভ একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উচ্চমূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে লুকিয়ে রেখে দেন দরবার চালাচ্ছে। উক্ত বিষয়টির সত্যতা যাচাইয়ে নিবিড় পর্যবেক্ষণ করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিতের পর গোয়েন্দা বাহিনী ছক এঁকে ডিবির সহযোগিতায় ধামইরহাট থানা পুলিশ মূর্তিটি উদ্ধার করে এবং ২ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক কোর্টের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে।