ধামইরহাটে ট্রাকের ধাক্কায় নারী ভ্যান আরোহী নিহত, আহত এক শিশু
নওগাঁর ধামইরহাটে ট্রাকের ধাক্কায় আকতার বানু (৫৫) নামের এক ভ্যান আরহী নিহত হয়েছে। এ সময় ভ্যানে থাকা বায়েজীদ নামের ছয় বছরের অপর এক শিশু আহত হয়।
মর্মান্তিক এদূর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের ডারকাদিঘী নামক এলাকায়। নিহত আকতার বানু উপজেলার খেলনা ইউনিয়নের গোপিরামপুর গ্রামের মৃত মোসলেম উদ্দীনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর বাবার বাড়ি থেকে সে একটি ব্যাটারী চালিত ভ্যান যোগে নিজ বাড়িতে ফিরছিল। এসময় ঘটনাস্থলে পৌঁছালে একটি ট্রাক ওই ভ্যানটিকে ধাক্কা দেয়। ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। এঘটনায় বায়েজীদ নামের ছয় বছরের এক শিশু আহত হয়েছেন। আহত শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।