নওগাঁর ধামইরহাটে মাদক বিরোধী অভিযানে ৪ জন মাদকদ্রব্য ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের মাদক আইনের মামলা দায়ের পূর্বক কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, বুধবার ২৩ ফেব্রয়ারী ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো: মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে এসআই মোকাররম হোসেন, মো: মোমিন, পরিতোষ ও এএসআই আনোয়ারকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় পেন্টাডল, গাজা ও এ্যাম্পুলসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করতে হয়।
উপজেলার চৌঘাট গ্রামের লোকমান আলীর ছেলে হাসিবুল ইসলাম হাসু (৩৫) কে ১৮ পিচ এ্যাম্পুল, মালাহার গ্রামের লুৎফর রহমানের ছেলে আকরাম হোসেন (২০) কে টাপেন্ডাডল ও টাইডল ট্যাবলেট ১০৫টি, মধ্যজাহানপুর গ্রামের মতি মন্ডলের ছেলে সোহেল রানা (২৯) কে গাজা সেবন ও জেলার মহাদেবপুর উপজেলার উত্তর গ্রামের ছইরুদ্দিনের ছেলে সুমন হোসেন (৩০) কে টাপেন্ডাডল ও টাইডল গ্রুপের ১০৮টি ট্যাবলেটসহ গ্রেফতার করে পৃথক ৪টি মামলা দিয়ে কোর্ট হাজতে চালান করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত ও পলাতক আরও ৪ জনকে আটক করা হয়েছে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো: মোজাম্মেল হক কাজী জানান, ‘মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবী ও ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে তৎপর রয়েছে থানা পুলিশ। ’
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.