নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে মানবাধিকার পৌর শাখার উদ্যোগে শপথ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু পাঠচক্রে উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে নবগঠিত পৌর মানবাধিকার কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল। আলোচনায় পৌর কমিশনার মো. আমজাদ হোসেনকে পৌর মানবাধিকার কমিটির সভাপতি ও আবু সুফিয়ান হোসাইনকে সাধারণ সম্পাদক হিসেবে ২৩ সদস্য বিশিষ্ট একটি কমিটির শপথ গ্রহণ করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. আফতাব উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) ছিব্বির আহম্মেদ, উপজেলা মানবাধিকারের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, নির্বাহী সভাপতি এ্যডভোকেট আসাদ উদ্দৌলা (নয়ন), জেলা মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি, মৌসুমী সুলতানা (শান্ত), নওগাঁ সদর উপজেলা মহিলা সম্পাদিকা নিগার সুলতানা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদিকা শিখা রাণী চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল বলেন, ‘সমাজে সামাজিক শাসন না থাকায় অপরাধ প্রবনতা দিন দিন বেড়েই চলেছে। মানবাধিকার কমিশন এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদি।’
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.