নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের মিজ্জাপুর বাজার চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার উদ্যোগে শীতাত মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় শতাধীক গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ জামায়েতে ইসলামী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়তুল মাল সম্পাদক মোঃ মুজিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আমির ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক মোঃ খবিরুল ইসলাম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমির আসাদুল্লাহ আল গালিব, সেক্রেটারী মোঃ ওসমানগনি।
অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারী মোজাম্মেল হক, পেশাজীবি সম্পাদক শাহিন আহম্মেদ প্রমূখ। এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, ইসলামের কায়েম করা পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের আহ্বান শরীয়ত অনুযায়ী চলা ফেরা করা দেশকে যারা ভালোবাসে ও দেশ-জাতি, গরীব-দুঃখি ও মেহনতি মানুষের কল্যানে অবদান রেখে যাচ্ছে বাংলাদেশ জামাযাতে ইসলামী তাই সুশীল সমাজের বৃত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।