আত্রাইয়ে বিজয় দিবস উদযাপন-মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৬ই ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সকাল ৮.৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে মহান বিজয় দিবস উদযাপন ও বিজয় মেলার উদ্বোধন করা হয়।
দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে কামরুল হাসান সাগর ও সুমাইয়া শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সিনথিয়া হোসেন,আত্রাই থানার অফিসার ইনচাজ (ওসি) সাহাবুদ্দীন,উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা।
অনষ্ঠানের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতী ইসলামী আমীর ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক খবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এসএস রেজাউল ইসলাম রেজু, সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন সাথখদার,সাংগঠনিক আবুবক্কর সিদ্দিক, বীর মুক্তি যোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তি যোদ্ধা আব্দুল মালেক মোল্লা, বীর মুক্তি যোদ্ধা মোঃ আনিছুর রহমান, মুক্তি যোদ্ধা প্রজন্ম সন্তান ফজলে রাব্বী জুয়েল, সঞ্জয় কুমার দাসপ্রমুখ।