নওগাঁ

বিএনপি নেতার বিরুদ্ধে কলেজ অধ্যক্ষকে পেটানোর অভিযোগ

নওগাঁয় একটি কলেজের অধ্যক্ষকে পেটানোর অভিযোগ উঠেছে রাণীনগর উপজেলা বিএনপি নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং একডালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসারব হোসেনের বিরুদ্ধে। 

বিএনপির ওই নেতা সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরদিন একই উপজেলার আবাদপুকুর কলেজের অধ্যক্ষ আব্দুল মালেককে দলীয় নেতাকর্মীদের সামনে রাস্তায় প্রকাশ্যে পেটানোর এই অভিযোগ ওঠে।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে রাণীনগর উপজেলার আবাদপুকুর-আদমদিঘী রাস্তার ভেঁটি-সিলমাদার নামক স্থানে এই ঘটনা ঘটে।

অধ্যক্ষ আব্দুল মালেক বলেন, বেলা ১২টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কলেজে যাচ্ছিলাম। পথে আবাদপুকুর-আদমদিঘী রাস্তার ভেঁটি-সিলমাদার নামক স্থানে রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব আমাকে থামিয়ে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে। একসময় তিনি আমার কলার ধরে কিল, ঘুষি এবং লাথি মেরে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে পাকা রাস্তার ওপর মারতে থাকেন। এক পর্যায়ে রাস্তার পাশের আম গাছের ডাল ভেঙে সেই ডাল দিয়ে রাস্তার ওপরেই মারতে থাকেন।

তিনি আরও বলেন, মোসারব হোসেনের অভিযোগ উপজেলা বিএনপির কাউন্সিলে আমি নাকি তার প্রতিপক্ষ এমদাদুলের ভোট করেছি। অথচ বিষয়টি সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।

এ বিষয়ে মোসারব হোসেন বলেন, গত শনিবারের দলীয় সম্মেলনে অধ্যক্ষ সাহেব অন্য একজনের হয়ে আমার বিপক্ষে জাল ভোট দিয়েছিলেন। আমি গতকাল আমার গাড়ি দাঁড় করিয়ে অধ্যক্ষ সাহেবকে বললাম নবাব ভাই আপনি একজন প্রিন্সিপাল মানুষ হয়ে এই কাজটি করা কি আপনার ঠিক হয়েছে? তখন আমার গাড়ির পিছন দিকের ছেলে পেলেরা একটু বাগবিতণ্ডা করেছে। আমি তাকে কোনো প্রকার মারধর করিনি।

নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, অতিরঞ্জিত কিছু লোক এসব করেছে। আমি তাকে (মোসারব হোসেন) ডেকে থ্রেট করেছি।

এবিষয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজটির গভর্নিং বডির সভাপতি মোহাইমেনা শারমিন বলেন, অধ্যক্ষ আব্দুল মালেক বিকেলে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। তবে তিনি এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ করেননি। যদি তিনি লিখিত অভিযোগ করেন তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ও বিএনপির দলীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে রাণীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মকলেছুর রহমান বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ খান। উদ্বোধক ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ এবং বিশেষ অতিথি হিসেবে নওগাঁ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজুসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উস্থিত ছিলেন।

কাউন্সিলে সভাপতি পদে (মোটরসাইকেল) প্রতীকে এছাহক আলী ৩১৮ভোটে এবং সাধারণ সম্পাদক পদে মোসারব হোসেন (ফুটবল) প্রতিকে ৩৬৬ভোট পেয়ে নির্বাচিত হন।

Author


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts sent to your email.

মো: খালেদ বিন ফিরোজ, নওগাঁ প্রতিনিধি

পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ মে থেকে মিশন ৯০ নিউজে নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker