নওগাঁ

নওগাঁয় ঘন কুয়াশায় শীতের আগমনী বার্তা

উত্তরের জেলা নওগাঁয় শীতের আগমনী বার্তা নিয়ে এসেছে ঘন কুয়াশা ও হালকা ঠান্ডা আবহাওয়া।

সোমবার (১৪ অক্টোবর) সকালটা ছিল নওগাঁ জনপদের মানুষের জন্য কিছুটা ভিন্ন রকম। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত দেখা মিলেছে কুয়াশার। 

তখন কুয়াশার চাদরে ঢাকা পড়ে পুরো জেলা। তখন হালকা ঠান্ডাও পড়ে। তবে শহর থেকে গ্রামাঞ্চলের দিকে বেশি কুয়াশা দেখা যায়।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চারদিকে কুয়াশার কারণে এক অন্য রকম প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে। কুয়াশামাখা মনোরম পরিবেশ উপভোগ করে উচ্ছ্বসিত হয়েছেন ভোরে ফজরের নামাজে আসা মুসল্লিরা। এছাড়া সকালে হাঁটতে বের হওয়া মানুষ এবং কাজে যাওয়া শ্রমিকরা এ প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করেন। কুয়াশার কারণে সকালে সড়কের কিছু কিছু যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।

স্থানীয়রা বলছেন, দিনে গরম আর শেষ রাতে অনুভূত হচ্ছে হালকা শীত। শেষ রাতে কাঁথা বা পাতলা কম্বল জড়াতে হচ্ছে শরীরে। তবে ঘন কুয়াশা এবং তীব্র শীত পড়তে আরও কিছু দিন বাকি আছে।

সদর উপজেলার বরুনকান্দি এলাকার আব্দুল আওয়াল জানান, হঠাৎ করেই আজকে সকালে কুয়াশায় চারপাশ ঢাকা পড়ে গেছে। নামাজ শেষ করে হাঁটতে বের হয়েছি। হাঁটতে খুব ভালো লাগছে। আজকে সকালের ঘন কুয়াশা বলে দেয় যে শীত আসছে।

নওগাঁ শহরে হাঁটতে বের হওয়া ইকবাল হোসেন বলেন, প্রায় প্রতিদিন সকালে হাঁটতে বের হই। তবে আজকের সকালটাকে একটু অন্য রকম মনে হলো। চারদিকের সাদা কুয়াশা দেখে মনে হচ্ছে যে শীতের দিন চলে এসেছে। তবে খুব বেশি শীত নেই। এছাড়া অর্ধেক রাত পর্যন্ত ঘরে ফ্যান চালাতে হয়েছে। দিনের বেলায়ও খুব গরম পড়ে।

জেলার বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আজ সকাল ৬টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনে রোদ-গরম থাকলেও সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমে যায়। এ সময়টাতে মৌসুমী বায়ু বিদায় নিচ্ছে। এজন্যই হঠাৎ করে চারদিকে ঘন কুয়াশা দেখা দিয়েছে। এটাকে শীতের আগমনী বার্তা বলা যেতে পারে। তবে নভেম্বর মাস থেকে একটু শীত অনুভূত হবে।

Author

মো: খালেদ বিন ফিরোজ, নওগাঁ প্রতিনিধি

পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ মে থেকে মিশন ৯০ নিউজে নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker