দেশে ফিরেই গত সরকারের নির্যাতন – নিপিরণ ও নির্বাচনের আগে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার ও নির্যাতিত বিএনপি নেতা-কর্মী ও তাদের পরিবারের সদস্যদের খোঁজ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও সাবেক ছাত্রনেতা মোহায়মেন অন্টু। এসময় নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। নেতা-কর্মীদের উষ্ণ শুভেচ্ছায় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় নেতা-কর্মীদের বলেন, বছরের পর বছর ধরে আন্দোলন-সংগ্রাম, ত্যাগ, বঞ্চনা সহ্য করে বিএনপি জনগণের যে আস্থা ও ভালোবাসা অর্জন করেছে তা কোন ভাবেই নষ্ট হতে দেয়া যাবেনা। এ ব্যাপারে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। বিএনপি গণ মানুষের দল, তাই মানুষের সেবার ব্রুতি নিয়ে সবাইকে কাজ করে যেতে হবে। বিগত সরকারের নিষ্ঠুর নির্যাতন, নিপিরনের মাঝেও এই দলের কোন ক্ষতি করতে পারেনি। ববং আমরা আরও শক্তিশালী ও সুসংগঠিত হয়েছি ।
জনগন আমাদের পাশে ছিল, আগামীতেও থাকবে। আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান এর দিক -নির্দেশনায় আমরা এগিয়ে যেতে চাই। আমরা সবাই দেশ ও জনগনের কল্যানে একসাথে কাজ করে যাবো।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, শহিদুল ইসলাম টুকু , যুগ্ম আহবায়ক মামুনুর রহমান রিপন , শফিউল আজম (ভিপি রানা), আহবায়ক কমিটির সদস্য, সারওয়ার কামাল চঞ্চল , জেলা যুবদলের আহবায়ক, মাসুদ হায়দার টিপু , সদস্য সচিব, রুহুল আমিন মুক্তার , যুগ্ম আহবায়ক, রুবেল হোসেন রুবেল , জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, শফিউল আজম টুটুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, জাহাঙ্গীর আলম গুলজার , সদস্য সচিব, নওশাদ খাঁন এরশাদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, কামাল হোসেন , সদস্য সচিব, মানিক হোসেন , জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অমিয় সরকার,সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ শাহাজান বাদশা , সহ সাংগঠনিক সম্পাদক, আল আমিন বাদশা, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক, জুনায়েদ হোসেন, সদস্য সচিব, মনোয়ার হোসেন রাঙ্গা , শ্রমিক দলের সাধারণ সম্পাদক, ফারুক হোসেন প্রমূখ।
উল্লেখ্য, সাবেক এই ছাত্র নেতার বাবা-মার নামে প্রতিষ্ঠিত ময়েজ উদ্দিন আহম্মেদ ও রোকেয়া বেগম ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষের মাঝে খাদ্য ও নগদ অর্থ সহায়তাসহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছেন।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.